ভারতে ট্রেন-ট্রাক সংঘর্ষে ৬ জনের মৃত্যু
ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বিধানসভার একজন সদস্যসহ (এমএলএ) নিহত হয়েছে ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। সোমবার ভোরে অনন্তপুর জেলার মাদাকাসিরায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। নিহতদের মধ্যে কর্নাটকের এমএলএ ভেঙ্কাটেশ নায়ক একজন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়েছে, গ্রানাইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেঙ্গালুরু-নানদেদ এক্সপ্রেস ট্রেনের এইচ১ বগির সঙ্গে ধাক্কা খায়। এতে ওই বগির পাঁচ যাত্রী নিহত হয়। ট্রাক ড্রাইভার এ ঘটনায় মারা গেছেন।
এদিকে এ দুর্ঘটনায় ট্রেনটির আরো দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বেঙ্গালুরু-গুনটাকাল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেলওয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ও লোকজন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর