Connect with us

ফিচার

পৃৃথিবীর সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল প্লেন! (ভিডিওসহ)

Published

on

download (3)পিটার মাইকেল নামের এক ক্রেজি বিজ্ঞানী একটি এয়ারবাস `এ-৩৮০’ তৈরি করেছে। এটি যখন আকাশে উড়বে তখন দূর থেকে দেখে কেউই বুঝতে পারবে না যে এটি একটি রিমোট কন্ট্রোল প্লেন।

আসল প্লেনের মতো এটিও একটি বড় রানওয়ে ব্যাবহার করবে আকাশে উড্ডয়ন এবং মাটিতে ল্যান্ড করার জন্য। এয়ারক্রাফট এ-৩৮০ টির মোট ওজন প্রায় ১৫০ পাউন্ডের মতো। প্লেনটিতে ৪ টি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটির জ্বালানি ট্যাঙ্ক একবারে ১০ লিটারের মতো জ্বালানি গ্রহন করতে পারে।

প্লেনটি এতোটাই শক্তিশালী যে প্রতি মিনিতে আকাশে উড়তে এটি ১.২ লিটার তেল খরচ করবে। পিটার মাইকেল বলেন, ‘আমি এয়ারক্রাফট নিয়ে কাজ করতে অনেক বেশী ভালবাসি। আর তাঁরই ধারাবাহিকতায় আজকের এই ডেমো এয়ারবাস এ-৩৮০ আপনাদের সামনে হাজির করলাম। ভবিষ্যতে যুদ্ধ জাহাজের ডেমো তৈরি করার ইচ্ছা আছে। আশা করছি কিছু সময়ের ব্যবধানে আমি আপনাদের সামনে আরও নতুন চমক হাজির করতে পারবো।’

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *