Connecting You with the Truth

মঞ্চ ও তোরণ ভাঙচুর; সুন্দরগঞ্জ পৌর মেয়রসহ ৩৭ জনের জামিন

adalotবাপ্পী রায়, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মঞ্চ, তোরণ, ব্যানার-প্যানা ও চেয়ার-টেবিল ভাঙচুরের মামলায় সুন্দরগঞ্জ পৌর মেয়র আবদুল্লাহ্-আল- মামুনসহ ৩৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মনিরুজ্জামান শিকদার আজ বুধবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।
গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর (সিএসআই) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পৌর মেয়র আবদুল্লাহ্-আল-মামুনসহ ৩৭ জন স্ব-শরীরে আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন। তবে জামিন বৃদ্ধির পরবর্তীর আদেশের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। এর আগে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন বাদি হয়ে মঞ্চ, তোরণ, ব্যানার-প্যানা ও চেয়ার-টেবিল ভাংচুরের অভিযোগে পৌর মেয়র আবদুল্লাহ্-আল-মামুনসহ ৩৭ জন নামীয় ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে ১৯ ফেব্রæয়ারী রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত ১৮ ফেব্রæয়ারি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ডি-ডবিøউ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্ব শেষে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন। এ সময় প্যান্ডেলে থাকা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মী ও কাউন্সিলররা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জেলা কমিটির নেতৃবৃন্দ ফিরে না আসার সংবাদ শুনে উত্তেজিত হয়ে সম্মেলনস্থলের মঞ্চ, চেয়ার-টেবিল ভাঙচুর ও এমপি লিটনের ছবি সম্বলিত তোরণ-ব্যানার ছিড়ে ফেলেন।

Comments
Loading...