Connect with us

দেশজুড়ে

নওগাঁয় আধুনিক কলাকৌশলের মাধ্যমে ইরি-বোরো চাষ

Published

on

IMG_20160223_155238আল ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ সদর ও নিটকতম উপজেলাতে এই বছরে ব্যাপকহারে ইরি-বোরো ধান চাষ করছেন কৃষকরা। নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা এলাকায় স্বমনিত কৃষি প্রযুক্তি ব্লক প্রদর্শনী,” আধুনিক ধান চাষের কলাকৌশল ব্যবহার করে ইরি-বোরো ধান চাষ করছেন কৃষকরা।সুত্রে জানা যায়, এই আধুনিক ধান চাষের পদ্ধতিতে শত শত একর জমিতে ইরি-বোরো ধানের চারা রোপণ করেছেন উক্ত এলাকার কৃষকরা। আধুনিক ধান চাষের কলাকৌশল সমুহ, নির্দিষ্ট দূরত্ব ও লাইনে চারা রোপণ, অল্প ও কম বয়সী চারা রোপণ, প্রতি গোছায় অল্প সংখ্যক চারা রোপণ, ল- গ- ব পদ্ধতিতে চারা রোপণ, ইউরিয়া সাশ্রয়ে গুটি ইউরিয়া ব্যবহার, ইউরিয়া সাশ্রয়ে এল. সি.সি ব্যবহার, পানি সাশ্রয়ে AWD ব্যবহার, পার্চিং,সুষম সার ব্যবহার, ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ব্যবহার। বাস্তবায়নে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর,বদলগাছী,নওগাঁ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *