Connecting You with the Truth

রংপুর কাউনিয়ায় ট্রেনে কাটা পরে ১ জনের মৃত্যু

download (18)নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি: কাউনিয়া উপজেলার মীরবাগ ষ্টেশনে শুক্রবার সকালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পরে গিয়ে শিবু চন্দ্র (৪৮) নামের এক সুইপার এর মৃত্য হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় কর্মস্থল লালমনির হাট যাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সে নিচে পরে গিয়ে কাটা পরে। পরে রংপুর জিআরপি পুলিশ এসে লাশ নিয়ে যায়। শিবুর বাড়ি মীরবাগ মহেশা গ্রামে বলে যানা গেছে।

Comments
Loading...