Connecting You with the Truth

রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মনিরের আজ জন্মদিন

monirরংপুর অফিস: রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরের জন্মদিন আজ। ১৯৮৮ সালের ৭ অক্টোবর পিতা শ্যামপুর সুগারমিলে চাকরি করার সুবাদে রংপুরের শ্যামপুর সুগারমিল স্টাফ কোয়ার্টারে জন্মগ্রহণ করেন মনির। পরিবারের ৪ ভাই এর মধ্যে সবার আদরের ছোট ভাই মনির। বাবা মুক্তিযোদ্ধারো প্রিয় সন্তান মনির।বাবা ও বড়ভাইয়ের কাছেই রাজনীতিতে আসার অনুপ্রেরণা লাভ। বড়ভাই মোবারক হোসেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।২০০৪ সাল সালে দাশুড়িয়া এম.এম.উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করেন মনির স্কুল জীবনেও ছিল সবার প্রিয়।পড়াশুনার পাশাপাশি স্কাউট লিডার ছিলেন স্কুল জীবনে মনির।২০০৫ সালে দাশুড়িয়া ডিগ্রী কলেজে এইচ,এস,সি তে ভর্তি হয় মনির তখনি তার রাজনীতিতে হাতেখড়ি তখনকার দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাত নেতা হওয়ায় ও বিএনপি ক্ষমতায় থাকার ফলে ছাত্রদল ও শিবিরের কমিটি থাকলেও ছিল না ছাত্রলীগ কমিটি।ছাত্রজীবনে প্রতিবাদী কন্ঠসর হওয়ার ফলে তখন কলেজ ছাত্রলীগ কমিটিতে প্রতিষ্ঠাতা আহবায়ক পদ পায় মনির। কিছুদিন পর ঈশ্বরদী থানা ছাত্রলীগের সম্মেলনে স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক করা হয় মনির কে। সেই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলার ছাত্রসমাজের অভিভাবক লিয়াকত শিকদার ভাই এর পর ২০০৭ সালে রংপুর চলে আসে মনির তখন থেকেই রংপুর জেলা ছাত্রলীগের সাথে জড়িত মনির বর্তমানে রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। দৈনিক বজ্রশক্তি ও বাংলাদেশেরপত্রের রংপুর বিভাগীয় অফিসের পক্ষ থেকে মনিরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। মনিরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ও জেলা ছাত্রলীগের সভাপতি /সম্পাদক, মহানগর ও জেলা আওয়ামীলীগের সভাপতি /সম্পাদক ও জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি /সম্পাদক নেতাবৃন্দ ও ছাত্রলীগ কর্মীরা। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...