রাবিতে কোকোর গায়েবানা জানাজা
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত কাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গণে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক গ্র“প (সাদা দল) এই জানাজার আয়োজন করে। নামাজের ইমামতি করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. রুহুল আমিন। জানাজায় বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন। জানাজায় অংশ নেন, রাবির সাবেক ভিসি প্রফেসর ড. ফাইসুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. মামনুনুল কেরামত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আমিনুল ইসলাম, রাবির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শাহাদাত হোসেন মণ্ডল, সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার, রাবি সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম আজহার আলী, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর ড. এনামুল হকসহ প্রায় চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।