Connecting You with the Truth

সরিষাবাড়ীতে আ.লীগ নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 ভ্রাম্যমাণ প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়রকে গ্রেফতারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ বিক্ষোভ শেষে একটি বিশাল মিছিল সরিষাবাড়ী থানা গেটে পৌঁছে মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আধা ঘণ্টা অবস্থান নেয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে সদ্য যোগদানকৃত আওয়ামী লীগ কর্মী, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী রোকনুজ্জামান রোকনকে ১৭ মার্চ রাতে হাসপাতাল চত্বরে সরিষাবাড়ী পৌর মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন প্রাণনাশের হুমকি দেন।
এর প্রতিবাদে গত শুক্রবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমিতে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ। সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগে সদ্য যোগদানকৃত মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন, এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Comments
Loading...