Connecting You with the Truth

সাভারে ধর্ষনের এজাহারভুক্ত আসামী গ্রেফতার

সাভার প্রতিনিধি: সাভারের কলেজ ছাত্রীকে ধষর্ণের এজহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্প। গ্রেফতারকৃতের নাম খোকন হোসেন (৪০)। সাভারের আড়াপাড়ার এলাকার মো.আলী ছেলে। বুধবার বিকেলে হেমায়াতপুরের আড়াপাড়ায় এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কম্পান্ডার মেজর মাসুদুর রহমান প্রতিবেদককে জানান, কলেজ ছাত্রীকে ধর্ষণের এজহারভুক্ত আসামী খোকন গা ঢাকা দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকা তাকে আটক করা হয়। সাভার মডেল থানায় খোকনকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ০৬ জুলাই কলেজছাত্রী বন্ধুর সঙ্গে আড়াপাড়া এলাকায় ঘুরতে গেলে অভিযুক্ত খোকন সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে পাশ্ববর্তী নির্জণ জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় খোকনকে আসামী করে সাভার মডেল থানায় গত বছরের ৭ জুলাই মামলা দায়ের করা হয়েছিল।

Comments
Loading...