Connecting You with the Truth

৭০ বছর পর বিচারের মুখোমুখি জার্মান নাৎসি রক্ষী

auschwitz_640x360_getty_nocredit

আন্তর্জাতিক ডেস্ক: নাৎসি আমলে আউশউইৎস্‌ ক্যাম্পে ১ লাখ ৭০হাজার মানুষকে হত্যা জড়িত থাকার অভিযোগে সাবেক একজন নাৎসি রক্ষীকে বিচার করতে যাচ্ছে জার্মানি। রেইনহোল্ড হ্যানিং নামের ৯৪ বছর বয়স্ক এই ব্যক্তি এ ধরণের মামলায় অভিযুক্ত সর্বশেষ চারজন নাৎসি রক্ষীর একজন, যাদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
আইনজীবীরা বলছেন, দখলকৃত পোল্যান্ড থেকে বন্দীদের নিয়ে আসার পর তাদের মি. হ্যানিং গ্রহণ করতেন। অনেক বন্দীকে তিনি গ্যাস চেম্বারে পথ দেখিয়ে নিয়ে গেছেন। একজন রক্ষী হিসাবে কাজ করার কথা স্বীকার করেছেন মি. হ্যানিং, তবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এ ধরণের সর্বশেষ যে মামলাটি চলছে ডেটমোল্ডে, সেখানেই তার বিচার হবে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যক্তিরা হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, এতদিন এমন তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ করেছেন আইনজীবীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে আইনজীবীরা জানিয়েছেন। একই ধরণের অভিযোগে আরো তিনজন সাবেক নাৎসি রক্ষীর বিচার হবে। তাদের দুইজন পুরুষ, একজন নারী। আউশউইৎস্‌ ক্যাম্পে অন্তত ১১ লাখ মানুষকে হত্যা করেছে নাৎসি বাহিনী, তাদের বেশিরভাগই ইহুদি।

Comments
Loading...