Connecting You with the Truth

সুপ্রিম কোর্ট বারে আবারো বিএনপি পন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

as-14649নিজস্বপ্রতিনিধি: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন পুনর্নির্বাচিত হয়েছেন।  গত রোববার সকাল দশটা থেকে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে মঙ্গরবার সকালে ফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে চার হাজার ৩৬২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন প্রার্থী। বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ৯টি পদে জয়লাভ করেন।

আর আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ ৫টি পদে জয় পায়।

Comments
Loading...