দেশজুড়ে
সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু; গুড়িয়ে দেওয়া হয়েছে ৩০০ দোকান
সৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী:
সৈয়দপুর রেল ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, ইমরাত ও মার্কেট নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
এরই অংশ হিসাবে গত কাল সকাল থেকে রেলের বিভাগীয় স্ট্যাট অফিসার মোস্তাক আহমদের নেতৃত্বে শহরের রেলওয়ে স্টেশন ও রেল লাইনের পার্শ্বে গড়ে ওঠা প্রায় ৩০০টি দোকান গুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের প্রধান প্রকৌশলী আনিছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-এ আলম, সৈয়দপুর রেল কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নূর আহমেদ হোসেন, সৈয়দপুর থানার এএসপি (সার্কেল) সাজেদুর রহমানসহ পুলিশ বাহিনী।
রেল সূত্র জানায়, সৈয়দপুর রেল বিভাগের আওতায় রয়েছে প্রায় সাড়ে ৪ হাজার একর ভূ-সম্পত্তি। এসব সম্পত্তির মধ্যে প্রায় সাড়ে ৬শ’ একরেরও বেশি সম্পত্তি বেদখলে চলে যায়। রেল বিভাগ ওই সব দখলকারীদের বিরুদ্ধে রেল সম্পত্তি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে কেউই তা কর্ণপাত করে নি। নিজ সম্পত্তি ভেবে প্রকাশ্য দিবালোকে দ্বিতল ভবনের মার্কেট, ইমারত, দোকানসহ হাজার হাজার ঘরবাড়ি নির্মাণ করে। শুধুমাত্র আইনি জটিলতা ও জনবল সংকটের কারণেই এতদিন উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয় নি। কিন্তু রেল সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছিলো।
বিভাগীয় স্ট্যাট অফিসার মোস্তাক আহমেদ জানান, সৈয়দপুর শহরের রেল সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তর থেকে অভিযোগ তিনি পাচ্ছিলেন। সে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে মার্কেট ও ইমারত নির্মাণকারী প্রায় ১শ’ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং আরও প্রায় হাজারখানিক অবৈধ দখলকারীদের নোটিশ করা হয়েছিল। মামলা ও নোটিশের এক মাস পর অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেওয়ার জন্য সৈয়দপুর শহরে মাইকিংও করা হয়। দখলকারীরা মামলা ও নোটিশের তোয়াক্কা না করায় গত কাল প্রায় ৩০০টি দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ধারাবাহিকভাবে মামলা ও নোটিশ করা প্রতিটি ইমরাত, মার্কেট ও ঘরবাড়ি নির্মাণকারীদের গুড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস