হাতীবান্ধায় অটোচালককে জবাই করে অটো ছিনতাই
জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় আজ রাত সাড়ে ৮টায় কালীগঞ্জ থেকে দইখাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে এক অটোরিক্সা চালককে ছিনতাইকারীর অতর্কিত হামলা করে চালককে জবাই করে গুরুত্বর জখম করে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোনচৌকি সুইচ গেটের সামনে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অটো চালক লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাবুরহাট শাখাতী গ্রামের মৃত: রমজান আলীর পুত্র- ইছরাফিল (৫০) । হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এব্যাপারে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রমজান আলী জানান, অটো চালককে জবাই করে হত্যার চেষ্টা চালায় এবং গুরুত্বর জখম করে, তাকে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।