Connecting You with the Truth

১৩ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান দল

স্পোর্টস করেসপন্ডেন্ট:s-3a
বাংলা নববর্ষের আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এ সফরে তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি২০ ম্যাচ খেলবে। মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল বাংলাদেশ সফরে আসার জন্য ক্রিকেট দলকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। তারই ধারবাহিকতায় গত সোমবার পিসিবির সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা আজম খান ঢাকায় এসে পৌঁছান। গত দুই দিন পিসিবির সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বিসিবির কর্তা-ব্যক্তির সঙ্গে কয়েক দফা বৈঠকেও মিলিত হয়েছেন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়েছেন বলে মনে করছেন বিসিবির কর্মকর্তরা।

Comments
Loading...