Connect with us

আন্তর্জাতিক

আল-কায়েদার পৃষ্ঠপোষক সৌদি রাজপুত্র

Published

on

e33eb813a8a10843a5fc962bc615f7c4_XLআন্তর্জাতিক ডেস্ক:

সৌদি রাজ পরিবারের সদস্যরা ১৯৯০’র দশকে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদাকে কোটি কোটি ডলার অর্থসাহায্য দিয়েছেন। এ চাঞ্চল্যকর খবর ফাঁস করেছেন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি একজন সাবেক আল-কায়েদা সন্ত্রাসী। ৪৬ বছর বয়সি জাকারিয়া মুসাওয়ি গতকাল নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে এক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য প্রকাশ করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের আইনজীবীদের দায়ের করা মামলার শুনানিতে তিনি এ জবানবন্দি দেন। মুসাউয়ি বলেন, ওসামা বিন লাদেনের নেতৃত্বে কাজ করার সময় তিনি সৌদি রাজ পরিবারের কয়েকজন প্রখ্যাত ব্যক্তির কাছ থেকে বিপুল অংকের অর্থ গ্রহণ করেছেন। এসব রাজপুত্রের মধ্যে রয়েছেন সাবেক সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত দীর্ঘদিনের সৌদি রাষ্ট্রদূত প্রিন্স বন্দর বিন সুলতান এবং সৌদি ধনকুবের ব্যবসায়ী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করার পর ২০০৬ সালে মুসাউয়িকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মুসাওয়ি বলেন, প্রিন্স তুর্কি আল-ফয়সালসহ পদস্থ সৌদি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতেন বিন লাদেন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *