Connect with us

বিনোদন

কাদম্বরী’র ট্রেলার

Published

on

বিনোদন ডেস্ক:
বালক রবি ঠাকুরের ছাদের রাজ্যে যিনি নামিয়ে এনেছিলেন নতুন ঋতু, সেই নতুন বৌঠান কবিকে একদিন ছেড়ে চলে গিয়েছিলেন আচমকাই। কিন্তু কবি আর তার নতুন বৌঠান বাঙালিকে ছেড়ে যায়নি। বইয়ে, পত্রিকায়, প্রবন্ধে বারেবারে ফিরে এসেছে তাদের সম্পর্কের খোঁজ। এবার সিনেমাতেও তাদের তুলে আনছেন পরিচালক সুমন ঘোষ। পরমব্রত চট্টোপাধ্যায় এবং কঙ্কনা সেনশর্মাকে নিয়ে তার ছবি ‘কাদম্বরী’। মুক্তি পেল সে ছবির ট্রেলার। ‘জীবনস্মৃতি’ বা ‘ছেলেবেলা’র পাতায় কবি নিজেই জানিয়ে গেছেন নতুন বৌঠানের সঙ্গে তার কাটানো দিনগুলির কথা। ছাদের রাজ্যে খেলাঘর, নতুন বৌঠানের কাছে তার উপদ্রব, গঙ্গাবক্ষের দিনগুলি, সাহিত্য চর্চা ইত্যাদি। কিন্তু এ সবের বাইরে কাদম্বরীর জীবনের এক ট্র্যাজেডি থেকে গেছে। ঠাকুরবাড়ির বাজারসরকারের মেয়ে থেকে সে বাড়ির বউয়ের মর্যাদা পেয়েছিলেন বটে, কিন্তু সে মর্যাদা সুখের তো হয়ইনি, বরং তাইই তাংর নারী জীবনে পথের কাঁটা হয়েছিল। স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কোনওদিনই বয়সে অনেক ছোট এবং শিক্ষা-সংস্কৃতিতে অসমকক্ষ স্ত্রীকে মানতে পারেন নি। নিজেকে ঠাকুরবাড়ির উপযুক্ত করে যেদিন তৈরি করে নিয়েছিলেন সেদিন স্বামী অনেক দূরে। শোনা যায় প্রখ্যাত অভিনেত্রী বিনোদিনীর প্রেমে পড়েছিলেন রবি ঠাকুরের জ্যোতিদাদা। কাদম্বরীর একাকীত্বের একমাত্র সঙ্গী ছিলেন তরুণ রবি। স্বভাবতই এক বন্ধন তাদের মধ্যে গড়ে ওঠে। সে নিয়ে সেকালে কম চর্চাও হয়নি। বাড়ির বদনামের ভয়ে রবীন্দ্রনাথের বিয়ে দিয়ে দেওয়া হয়। তার বিয়ের চারমাসের মধ্যে আত্মহত্যা করেন কাদম্বরী দেবী। কাদম্বরীর জীবনের এরকমই নানা কথা উঠে এসেছে এ ছবিতে। ছবিটি মুক্তি পাবে ৮ মে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *