Connect with us

বিনোদন

ক্ষমা চাইলেন হ্যাপী সবার কাছেই

Published

on

Najnin-Akter-Happy-Latest-Saree-Photos-Pics-Navel-Show-2বিনোদন ডেস্ক:
এবার সবার কাছে ক্ষমা চাইলেন ঢালিউডের আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। বললেন, বিয়ে নিয়ে ফান করার জন্য সবাই আমাকে ক্ষমা করবেন। আমি আসলে বিয়ে করছি না। তবে একটা চমক কিন্তু ঠিকই আছে। এর আগে হ্যাপী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বিয়ে। এরপরই এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর এফএনএস২৪ ডটকমের মাধ্যমে সকলের কাছে ক্ষমা চান নায়িকা। এরপর বুধবার বেলা ১১টায় হ্যাপী স্ট্যাটাস দেন, আমার বিয়ের নিউজ দেখে হাসব না কাঁদব, বুঝতে পারছি না। ইয়েস, আমি বিয়ে করছি, তবে মিডিয়ার কেউ নয়। কালকে পর্যন্ত অপেক্ষা করুন, সব জানতে পারবেন। দুপুর ১২টায় হ্যাপী আবারো স্ট্যাটাস দেন, বিয়ের স্ট্যাটাস দেওয়ার পর থেকে সবার কমেন্টস দেখে আমি হাসতে হাসতে শেষ। অ্যানিওয়েজ, সবার কাছে সরি বিয়ে নিয়ে ফান করার জন্য আমি কোনো বিয়ে করছি না অ্যান্ড করবও না কখনও। হ্যাপী জানান, বিয়ে নিয়ে স্ট্যাটাস দিয়ে আসলে মজা করেছি। তবে সবাইকে এখনই সত্য-মিথ্যা বলতে চাইছিলাম না। আজ বিকেল ৫টায় আমি গুলশানে থাকব। এটা সত্যি। কালকেই সবার কাছে বিষয়টি খোলাসা হবে। একটা চমক কিন্তু ঠিকই আছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *