Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূনবাসন কেন্দ্র’র মতবিনিময় সভা

Published

on

হাসিনুর রহমান, ঠাকুরগাঁও : কোন সরকারি সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে ঠাকুরগাঁও আরাজী ঝাড়গাঁও,মোলানীতে গড়ে উঠেছে ১৮০ জন প্রতিবন্ধি শিশু কিশোর স্কুল ও পূনবাসন কেন্দ্র। ৯ আগষ্ট রবিবার দুপুর ১২ টায় একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূনবাসন কেন্দ্রের আয়োজনে ঠাকুরগাঁও জেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় এলাকাবাসী, অভিভাবকবৃন্দ ও সুধিজনদের নিয়ে মত বিনিময় ও পরামর্শ মূলক সভা অনুষ্ঠিত

উক্ত মত বিনিময় ও পরামর্শ মূলক সভায় উপস্থিত ছিলেন, লিয়াকত আলি,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,এস এম রফিকুল ইসলাম,জেলা সমাজ সেবা অফিসার,সাইয়েদা সুলতানা উপজেলা সমাজ সেবা অফিসার,মনিরুল হক বাবু,চেয়ারম্যান, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ,রোমান বাদশা, চেয়ারম্যান, ২ নং আখানগর ইউপি, সুব্রত, চেয়ারম্যান, ৩ নং আক্চা ইউপি, জাফরুল্লা, চেয়ারম্যান, ৬ নং আউলিয়াপুর ইউপি, হান্নুূ, চেয়ারম্যান, ৮ নং রহিমানপুর ইউপি, ফজলুল হক, চেয়ারম্যান, ৭ নং চিলারং ইউপি প্রমুখ।

আর ও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মুক্ত কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইজ্ঞি.হাসিনুর রহমান, স্টাফ রিপোর্টার রুবেল রানা, সাদ্দাম হোসেন,সি এস টুয়েন্টি ফোর পত্রিকার জেলা প্রতিনিধি,  আল-মোমিন মুক্ত কলম,সদর উপজেলা প্রতিনিধি, উক্ত বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান ৯ নং রায় পুর ইউপি),নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম, শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

উক্ত মত বিনিময় ও পরামর্শ মূলক সভায় নির্বহী পরিচালক আমিরুল ইসলাম জানান ইতি মধ্যে নিজ অর্থায়নে প্রতিবন্ধী ছাত্র / ছাত্রীদের আনা নেওয়ার জন্য একটি গাড়ী ব্যবস্থা করেছেন।বিশেষ চাহিদা শিশুদের উন্নয়নের নানান দিক নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *