Connect with us

Highlights

ঠাকুরগাঁও রুহিয়ায় খাদ্য ও সাস্থ্য সামগ্রী বিতরণ

Published

on

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নে ১৮ মে (সোমবার) দুপুরে ক্যাপশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এনজিও) এর আওতাধীন উত্তর বংগ শিশু উন্নয়ন প্রকল্প চোপড়াপাড়া বিডি-০২৫২ প্রকল্পের রেজিস্ট্রারকৃত ২৫২ টি হত দরিদ্র অসহায় শিশুর পরিবারের মধ্যে খাদ্য ও সাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ১৫কেজি, ডাল ২কেজি, তেল ১কেজি, আলু ৫কেজি, লবন ১কেজি, পিয়াজ ১কেজি, বল শাবান ৩টি, বিউটি সোপ ১টি ও মাস্ক ৫টি।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, প্রকল্পের ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়।

অনুস্থানটি পরিচালনা করেন উত্তর বংগ শিশু উন্নয়ন প্রকল্প চোপড়াপাড়া বিডি-০২৫২ এর প্রকল্প ব্যবস্থাপক বিভাষ রায় সহ এল এল পি কমিটি ও প্রকল্প কর্মীগন।

এই খাফ্য সামগ্রী পেয়ে এলাকার লোকজনের মুখে আনন্দের হাসি ফুটেছে। এই প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন সময় এলাকার উন্নয়ন ও শিশুরা খুব সুন্দর ভাবে পড়াশুনা করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *