Connect with us

ঝিনাইদহ

দাকোপে বেইলি ব্রীজ ভেঙ্গে ক্রেন নদী গর্ভে পতিত,সড়ক যোগাযোগ বন্ধ।

Published

on

dacope khulna pic-03.05এস এম, মামুনুর রশিদ,দাকোপ:

দাকোপের পোদ্দারগঞ্জ ফেরী ঘাটের বেইলি ব্রীজ ক্রেনের ভরে ভেঙ্গে পড়ায় সড়ক পথে সকল যোগাযোগ বন্ধ।

সুত্র জানায়, দাকোপের পোদ্দারগঞ্জের ফেরীঘটের বেইলি ব্রীজটির বিভিন্ন স্থানে পুরাতন পাটত ভেঙ্গে যাওয়ার কারণে মরণ ফাঁদে পরিণত হয়। ব্রীজটির উপর দিয়ে সড়ক পথের যান চলাচলের নানা বিঘতাœসহ স্থানীয় জনসাধারণের চরম ভোগান্তি পাচ্ছিলেন। এলাকায় স্থানীয়দের অভিযোগ রয়েছে এ ব্রীজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট সওজের কর্তৃপক্ষকে বারবার অবগত করানো হলেও তারা এ ব্রীজটি সংস্কারের জন্য এগিয়ে আসেনি। এ মরণ ফাঁদের ব্রীজটির উপর দিয়ে অনেক সময় মটরসাইকেল, মাইক্রোবাস, স্কুটার, নছিমুন, করিমুন চালকসহ যাত্রীরা আহত হয়েছেন। অবশেষে রোববার দুপুরে সহজ ও জনপদ কর্তৃপক্ষ ক্রেন দিয়ে ফেরীর পুরানো ইঞ্জিন পরিবর্তন করে ফেরার পথে পল্টুনের পশ্চিম দিকের বেইলি ব্রীজটি ক্রেনের ভারে ভেঙ্গে পড়ে। এ দুঘর্টনায় কেউ আহত না হলেও দীর্ঘ দিনের জন্য এই ফেরী ঘাটের চলাচল এখন বন্ধ হয়ে গেছে। ব্রীজটি ভেঙ্গে পড়ার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সুজাত কাজী তিনি এ প্রতিবেদককে জানান,যতদ্রুত সম্ভব ক্রেনটি উদ্ধার করা হবে এবং ব্রীজটি মেরামত করা হবে। তিনি বলেন,বরিশাল থেকে একটি ক্রেন আসবে সেটি এলেই কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *