Connect with us

নেত্রকোণা

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

Avatar photo

Published

on

নিউজ ডেস্ক:
নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

খাজিলিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন, বয়রা গ্রামের মৃত কিতাব আলীর ছেলো আইবুল মিয়া (৫০), তার স্ত্রীর আবেদা আক্তার (৪০) ও মেয়ে পিংকি আক্তার (২৫)।

ওসি বলেন, গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দ পাওয়া নির্মাণাধীন ঘরে আইবুল মিয়া পানি দিয়ে আসছিলেন। বুধবার দুপুরে তিনি ঘরে পানি দিতে গেলে সেখানে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে যান।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আবেদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মা ও বাবাকে বাঁচাতে গেলে পিংকীও বিদ্যুৎস্পৃষ্ট হন।তিনি বলেন, এ সময় পিংকীর কোলে তার ১৮ মাসের মেয়ে তাসছিম আক্তার ছিল। শিশুটি বিদ্যুৎস্পর্শের সময় তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক প্রসেনজিৎ দাস বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনজনের মৃত্যু হয়েছে। আহত শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেশজুড়ে

নেত্রকোণায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Avatar photo

Published

on

নেত্রকোণা প্রতিনিধি: সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী জাকঁজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর রোজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার নেত্রকোণা জেলা কার্যালয়ে “দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ২০১৭” শিরোনামে এক আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নেত্রকোণা জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোঃ মোর্শেদ খান, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ ফজলুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ আব্দুল হেলিম, নেত্রকোণা জেলা সাংবাদিক নেতা দেলোয়ার খান প্রমূখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্্র মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মূখ্য আলোচক হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোঃ মোর্শেদ খান বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ধর্মীয় উন্মাদনা ও জঙ্গিবাদ সৃষ্টি করে একের পর এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা শক্তিগুলোর কাছে জিম্মি হয়ে যাচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ। ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ইত্যাদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখন্ড গুলো যার সাম্প্রতিক উদাহরণ। সা¤্রাজ্যবাদী পরাশক্তিগুলোর এই আগ্রাসনের অংশ হিসেবে আমাদের দেশেও একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার দেশি-বিদেশি চক্রান্ত চলছে। ইসলামের উদ্দেশ্যমূলক অপব্যাখ্যা করে মানুষের ঈমানী চেতনাকে ভুল খাতে প্রবাহিত করা হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে ইসলাম নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা ও মতবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ধর্মীয় সহিংসতা, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি সমস্যাগুলো এখন আর আমাদের কাছে বৈদেশিক সমস্যা নয়; এসব ঘটনা এখন আমাদের দেশে অহরহই ঘটে চলেছে। এই ভয়ঙ্কর সংকট থেকে প্রিয় দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন আমাদের সামনে একটাই পথ। আর সেটা হচ্ছে- ধর্মের প্রকৃত শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে করে কেউ আর ধর্মের অপব্যাখ্যা দ্বারা প্রভাবিত না হয়। ভ্রান্ত মতবাদগুলোর অসারতা সাধারণ মানুষের সামনে তুলে ধরে ধর্মের প্রকৃত শিক্ষার আলোকে তাদের ঐক্যবদ্ধ করা এখন অত্যন্ত জরুরি। সেই কাজটি করছে যৌথভবে দৈনিক বজ্রশক্তি। আপনারা আমাদের সর্ম্পকে জানুন এবং জেনে শুনে আপনাদের কলমের মাধ্যমে দেশের স্বার্থে জাতির স্বার্থে মিডিয়াতে প্রচার করে ভুমিকা রাখেন।

Continue Reading

দেশজুড়ে

নেত্রকোনায় মন্দিরে আগুন, একজন আটক

Avatar photo

Published

on

%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8নেত্রকোনা সদর উপজেলার সাতপাই নদীরপাড় এলাকায় ‘একতা সঙ্ঘ’ কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একজনকে আটক করা হয়েছে। ধাওয়া খেয়ে পালিয়ে গেছে চারজন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ সরকার যিশু জানান, ভোরে মন্দিরের সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল মিরাজ নামের স্থানীয় এক স্কুলছাত্র। পথে মিরাজ মন্দিরের ভেতরে একজন ও বাইরে চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। মিরাজ তাদের কাছে কারণ জিজ্ঞাসা করলে, ওই চারজন দৌড়ে পালিয়ে যায়।
ওই সময় যিশুর বাসায় গিয়ে মিরাজ বিষয়টি জানায়। এরপর যিশু ছেলেসহ মন্দিরে যান। তখন মন্দিরে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অনিমেষ একজনকে ধাওয়া করে আটক করে।
অনিমেষ জানান, আগুনে মন্দিরের বেশ ক্ষতি হয়েছে। মন্দিরের শিবের প্রতিমার চুল, কাপড় পুড়ে গেছে। কালী প্রতিমার চূড়াও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় মন্দিরের নিচের অংশের কাপড়।
খবর পেয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে প্রশাসনের অন্য কর্মকর্তারাও ছিলেন। পরিদর্শন শেষে পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Continue Reading

দেশজুড়ে

স্কুলছাত্রীকে উত্যক্তের জেরে নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষ; পল্টাপাল্টি মামলা

Avatar photo

Published

on

নেত্রকোণানেত্রকোণা প্রতিনিধি: সদর উপজেলার লক্ষিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বখাটের উত্যক্ত করার জের ধরে আতকাপাড়া ও লক্ষিগঞ্জ রামপুর গ্রামবাসী মূখোমূখি অবস্থানে আছে। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দু’দফা সংঘর্ষও হয়েছে। সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্কুল ও কলেজ ছাত্রসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। এ নিয়ে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে পাল্টপাল্টি মামলা করেছে। এলাকার সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মেয়েরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার আতকাপাড়া গ্রামের লক্ষিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে লক্ষিগঞ্জ রামপুর গ্রামের এক বখাটে যুবক বেশকিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারিণ সম্পাদক ফেরদৌস মিয়া, নেত্রকোণা উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান তানভীর, কলেজ ছাত্র রায়হান ও রিয়াদসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের ময়মনসিংহ, নেত্রকোণা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফেরদৌসহ কমপক্ষে তিনজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ নিয়ে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেছে। স্কুল ও কলেজ ছাত্রে ওপর হামলার ঘটনায় তানভীরের বাবা আবুল কালাম আজাদ গত শনিবার লক্ষিগঞ্জ রামপুর গ্রামের ৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭-৮জনকে আসামী করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। অন্যদিকে গত রোববারের হামলার ঘটনায় ফেরদৌসের ভাই কবীর বাদী হয়ে ২৯ নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫জনকে আসামী করে নেত্রকোণা থানায় অপর একটি মামলা করেন। ওই মামলায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লক্ষিগঞ্জ ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজাকে আসামী করা হয়েছে। এ ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকার ছাত্রীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন এলাকায় গিয়ে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।
অন্যদিকে স্থানীয় একটি মহল এলাকার নিরীহ মানুষকে মামরায় জড়িয়ে হয়রানী করার জন্য তৎপর হয়ে উঠেছে।
স্থানীয় হাজি ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিন বলেন, সংঘর্ষে আহত হয়ে কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছাত্রীদের স্কুলে না যাওয়ার মত কোন পরিবেশ নেই। একটি মহল নিরীহ মানুষকে হয়রানীর চেষ্টা করছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় হামলার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার পর আমি এলাকায় গিয়েছিলাম। এ নিয়ে আর নতুন কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে শান্ত থাকার কথা বলেছি।
নেত্রকোণামডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা করেছে। ঘটনায় জড়িত নয় এমন কোন নিরীহ মানুষকে হয়রানী করা হবে না।

Continue Reading