Connect with us

দিনাজপুর

পাঁচবিবির আটাপাড়া সীমান্তে বাস থেকে অস্ত্র-গুলি উদ্ধার

Published

on

BGB PISTOL ATOK=17.082016লুৎফর রহমান, হিলি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর সীমান্তে বিওপি ক্যাম্পের সদস্যরা ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ডগুলি উদ্ধার করেছে। বুধবার রাত ৯টায় জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে হিলি-জয়পুরহাট গামী একটি বাস তল্লাশী করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, ক্যাম্পে সংবাদ আসে ভীমপুর বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া জয়পুরহাট গামী একটি বাসে অস্ত্র-গুলি পাচার করা হচ্ছে। এসময় বিজিবি সদস্যদের নিয়ে আটাপাড়া রেলগেটে অবস্থান নেওয়া হয়। বাসটি কাছাকাছি এলে থামিয়ে তল­াশী চালানো হয়। এসময় বাসের সীটের উপরে বাংকার থেকে পরিত্যাক্ত অবস্থায় জাপানের তৈরী ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অপস অফিসার মেজর এম আশরাফ আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *