Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুরে ৩ দিন ব্যাপী ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন

Published

on

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

আগামী ৫,৬,৭ জানুয়ারী ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর আলীপুর ও চর আদমপুরে প্রায় ৬০ একর জায়গার উপর ফরিদপুর জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারী আসর নামাজ বাদ মূল বয়ান শুরু হবে এবং ৭ জানুয়ারী জোহর নামাজের আগে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে। ১ মাস যাবত ইজতেমা সফল করার জন্য তাবলীগ মুরুব্বী সাথীসহ ফরিদপুর জেলা প্রশাসন,ফরিদপুর পৌরসভা এবং জেলার সাধারণ মানুষের দিন রাত স্বেচ্ছা শ্রমে নির্মান কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে।

ইজতেমা মাঠে রাতে ১ লক্ষ ও দিনের বেলায় ৩ লক্ষ লোক অবস্থান করতে পারে সে রকম বাঁশ ও চটের শেড তৈরি করা হয়েছে। মুসুল্লিদের পানির জন্য ৩০টি মটর ও ৪০টি টিউবয়েল স্থাপন করা হয়েছে,ওজুর জন্য ৯টি হাউজ,ট্যাপসহ ১৪টি পানির ট্যাংক বসানো হয়েছে,১০০০টি টয়েলেট নির্মান করা হয়েছে। ৪টি ওয়াচ টাওয়ার,৪০টি সিসি ক্যামেরা,৪০০ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য থাকবে। ২৫০কেভিও বিদুৎ ট্রান্সফার বসানো হয়েছে। ইজতেমা মাঠে ৩টি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের ১টি ক্যাম্প থাকবে। ইজতেমায় ২৫০ জন বিদেশী মেহমান থাকবেন বলে তাবলীগী মার্কাস মসজিদ ও মাদ্রাসার আহলে শুরার পক্ষে মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *