Connect with us

দেশজুড়ে

বেনাপোল জঙ্গি ও গুপ্তহত্যা প্রতিরোধের জন্য ১০৫ জনের হাতে লাঠি ও বাঁশি তুলে দিলেন ডিসি

Published

on

SAM_6707কামাল হোসেন, বেনাপোল: বেনাপোল পোর্ট থানার তিনটি ইউনিয়ন বেনাপোল,বাহাদুরপুর ও পুটখালি এলাকা গুলোতে জঙ্গি ও গুপ্তহত্যা প্রতিরোধ করার জন্য ২৬ জন গ্রাম পুলিশ,৭৩ জন জনতা ও ৬ জন ইউপি সদস্য কে ১০৫ টি বাশের লাঠি ও ১০৫ টি বাশি হাতে তুলে দেন যশোর জেলা প্রশাসক ড.হুমাযুন কবির মঙ্গলবার (২১জুন) দুপুর ২ টা দিকে থানার ভিতরে এ লাঠি ও বাশি গুলো তাদের হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান,জঙ্গি ও গুপ্তহত্যা প্রতিরোধ করার জন্য মঙ্গবার দুপুরে ২ টার সময় ২৬ জন গ্রাম পুলিশ,৭৩ জন জনতা ও ৬ জন ইউপি সদস্য কে ১০৫ টি বাশের লাঠি ও ১০৫ টি বাশি হাতে তুলে হয়েছে।তারা পুলিশকে সহযোগিতা করবে বলে তিনি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *