Connect with us

আন্তর্জাতিক

ভিনগ্রহীদের ভয়ে ভীত স্টিফেন হকিং!

Published

on

30403-stephenhawkingsfacebookঅনলাইন ডেস্ক: ভিনগ্রহীদের কাছে নিজেদের উপস্থিতি জানান দেয়ার বিপক্ষে মত দিয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং। ভিনগ্রহীদের যে সভ্যতাগুলো আমাদের চেয়ে উন্নত তাদের দিক থেকে বিপদ আসতে পারে বলে তার আশঙ্কা। তাই অযথা আগ বাড়িয়ে বিপদ ডেকে না আনারই কথা জানালেন এই ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
মানুষের চেয়ে উন্নত কোন সভ্যতার সঙ্গে যোগাযোগকে তিনি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সঙ্গে তুলনা করেন। ইউরোপীয়দের সংস্পর্শ আমেরিকার আদিবাসীদের জন্য সুখকর ছিল না। একটি অনলাইন ফিল্মকে দেয়া সাক্ষাতকারে নিজের মত তুলে ধরে হকিং।
অনলাইন ফিল্মটিতে এসএস-হকিং নামের একটি কাল্পনিক মহাকাশযানে করে মহাবিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ যায়গায় নিয়ে যাওয়া হয় দর্শকদের।
১৬ আলোকবর্ষ দূরের একটি গ্রহে এরকম বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। হকিং বলেন, একদিন আমরা হয়ত এরকম কোন গ্রহ থেকে সিগনাল পেতে পারি। তবে ওই সিগনালের জবাব দেয়ার বিষয়টি ভালো করে ভেবে দেখতে হবে।’ এমনও তো হতে পারে ব্যাকটেরিয়াদেরকে আমরা যে দৃষ্টিতে দেখি এলিয়েনরাও আমাদের সেই দৃষ্টিতেই দেখতে পারে, বলেন হকিং।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *