Connect with us

দেশজুড়ে

রংপুর কোতয়ালী থানার অভিযানে ৬ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩২

Published

on

20161025_194421
প্রেস রিলেজ: রংপুর কোতয়ালী থানা পুলিশ সোমবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ী ৬ জুয়ারু বিভিন্ন নিয়মিত মামলা ওয়ারেন্ট তামিলসহ মোট ৩২ জন কে গ্রেফতার করে।থানা পুলিশ জানায় এস আই শাহ আলম সর্দারের নেতৃত্ব মেডিকেল পাকার মাথা হতে ধাপ শ্যামলি লেনের তৈয়বুর রহমানের ছেলে জাহিদ হাসান বাবু (২৮) কে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।এস আই তারিকুল ইসলামের নেতৃত্ব ধাপ ইঞ্জিনিয়ার পাড়ার মোহাম্মদ আলীর কন্যা সুরাইয়া আক্তার স্মৃতি( ২৪) ও লালমনির হাট জেলার হাতিবান্ধা থানার বেনুঘাট গ্রামের সাইদুর রহমানের ছেলে আশরাফুল আলম(২২) কে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।এস আই পলাশ চন্দ্র দেবের নেতৃত্ব সিগারেট কোম্পানির মোড় হতে মতিয়ার রহমানের ছেলে শাহিন (৩৬) কে ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে, এস আই দিবাকর রায়ের নেতৃত্ব রর্বাটগঞ্জ মন্ডল পাড়া হতে আ: বারেকের ছেলে জাহাঙ্গীর আলম(২৮) কে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।অপর একটি অভিযানে র‍্যাবের জেসিও বাবলু খানের নেতৃত্ব মিঠিপুর পান বাজার হতে শাহানুর আলমের ছেলে সুপ্ত আহমেদ (২৫) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।অন্য একটি অভিযানে মাহিগঞ্জ ফাড়ির ইন চার্জ শাহ আলমের নেতৃত্ব তাজ হাট এলাকার জনৈক শাহ জাহান মিয়ার রিক্সা গ্যারেজ হতে রুহুল আমিনের ছেলে শাহ জাহান মিয়া(৫০) দুলালের ছেলে লোকমান(২৬) আ: হামিদের ছেলে জাহিদুল ইসলাম রুবেল (২৭) মুহিম উদ্দিনের ছেলে মহির আলী (৩২) মোজাম্মেলের ছেলে লিমন মিয়া (২৫) বকদুলের ছেলে লাল মিয়া (২৮) জুয়া খেলার সময় জুয়ার সরমজামাদি সহ গ্রেফতার করে এ ব্যাপারে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।আরেকটি অভিযানে এস আই মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব একটি চৌকস টিম ঢাকা ডি এম পির তেজগাঁও থানা এলাকা হতে চাঞ্চল্যকর আলিফা (২)হত্যাকান্ডের মুল আসামী তারই নর পিচাশ পিতা প্লান্টু ওরফে মোসলেমের ছেলে আলাল ওরফে দুদুকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাফিজ জানান,পারিবারিক কলহের জের ধরে আসামি তারই পিতা দুদু তার নিজ কন্যাকে শাসরুদ্ধ করে হত্যা করে ভি আই পি সাহাদত কোল্ড স্টোরেজের পিছনে কলা বাগান ক্ষেতে রেখে পালিয়ে যায়। এ গ্রেফতারের মধ্যে দিয়ে একটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটিত হল। কোতয়ালী থানার অফিসার ইন চার্জ এ বি এম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দীর্ঘদিন চেস্টা করে এ মামলার মুল আসামীকে ঢাকা তেজগাঁও থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এর মুল ঘটনা জানতে আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া গতকাল রাতভর অভিযান পরিচালনা করে ৬ মাদক ব্যবসায়ী ৬ জুয়ারুসহ বিভিন্ন মাললার আসামী ও ওয়ারেন্টের আসামীসহ মোট ৩২ জন কে গ্রেফতার করেছি। আপনাদের সহযোগীতায় এ নগরীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *