Connect with us

চট্টগ্রাম বিভাগ

হত্যা কারী যে-ই হোক না কেন যে দলেরই লোক হোক না কেন আইনের আওতায় আসতেই হবে-ডিসি আদনান

Published

on

শনিবার (২৫শে মে) বিকালে চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ এলাকায় আকবরশাহ থানার উদ্যোগে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।সভায় “হত্যা কারী যে-ই হোক না কেন যে দলেরই লোক হোক না কেন আইনের আওতায় আসতেই হবে” মন্তব্য করেন ডিসি আদনান।

সভায় ফিরোজ শাহ এলাকার কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

এছাড়া উক্ত সভায় সাম্প্রতিক আলোচিত কিশোর গ্যাং কতৃক ডাঃ কোরবান আলীর হত্যার বিষয়টি উঠে আসে। যাতে করে আর কোন কিশোর গ্যাং মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবী উঠে আসে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিহাদ আদনান তাইয়ান ডিসি(পশ্চিম),সিএমপি। মোঃ মঈনুর রহমান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পাহাড়তলী জোন ও আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী সহ এতে ফিরোজশাহ মহল্লা কমেটি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *