Connect with us

বিবিধ

৩৭ বছরের সাজা পেল ফেইসবুকে পোস্ট করে !

Published

on

Punishment+for+using+Facebook+in+prison+Solitary+confinementরকমারি ডেস্ক:
কারাবন্দীদের ফেইসবুক ব্যবহার আর দায়িত্বরত কোনো কর্মকর্তার উপর শারীরিক আক্রমণ– দুটোই একই রকম গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ডিপার্টমেন্ট অফ কারেকশনস কর্তৃপক্ষ। কোনো কারাবন্দী ফেইসবুক ব্যবহার করলেই শাস্তি হিসেবে তাদের বন্দী রাখা হয় ‘সলিটারি কনফাইনমেন্ট’ বা নিসঙ্গ সেলে। জেলখানায় বন্দী অবস্থায় সাজাপ্রাপ্ত আসামিরা সেখানে কোনো গুরুতর অপরাধ করলে সাজা হিসেবে তাদের ‘সলিটারি কনফাইনমেন্ট’ বা নিসঙ্গ সেলে আটক রাখা হয়। সলিটারি কনফাইনমেন্টে থাকা অবস্থায় জেলখানার কর্মকর্তা ছাড়া আর কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সুযোগ থাকে না ওই বন্দীর। সিএনএন জানিয়েছে, সর্বশেষ টাইহাম হেনরি নামের এক কারাবন্দিকে ৩৮ বার ফেইবুকে পোস্ট করার অপরাধে ৩৭ বছর সলিটারি কনফাইনমেন্টে বন্দি থাকার সাজা দিয়েছে ডিপার্টমেন্ট অফ কারেকশনস কর্তৃপক্ষ। গত তিন বছরে সোশাল মিডিয়ায় পোস্ট করাকে জেলখানার নিয়মের পরিপন্থি বিবেচনা করে ৩শ’ ৯৭ জন কারাবন্দির বিরুদ্ধে ৪৩২টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ৩৭ বছরের সাজা পেল ফেইসবুকে পোস্ট করে !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *