Connect with us

দেশজুড়ে

বেনাপোলে ঢাকা-কলকাতা রয়েল কোচ পরিবহন উদ্ভোধন

Published

on

Benapole opening Bus cervice copyকামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: ওয়াই ফাই সংযোগ সহ যাত্রী সেবার মান নিশ্চিত করতে বেনাপোলে- ঢাকা -কোলকাতা রুটে সরাসরি চালু হলো অত্যাধুনিক রয়েল কোচ সার্ভিস। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে রয়েল কোচ সার্ভিসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মামুনুর রহমান মজনু। বিশেষ অতিথি ছিলেন, যশোর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান ,প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন ও শ্রমিক নেতা মনিরুজ্জামান ঘেনা।
ভারত বাংলাদেশ পরিবহন মালিকদের যৌথ ব্যাবস্থাপনায় উন্নত যাত্রী সেবা নিয়ে পরিবহনটি যাত্রা শুরু করে। পরিবহনটিতে থাকছে ওয়াইফাই জোন সহ বিভিন্ন সুযোগ সুবিধা। এসি ও নন এসি ৩টি পরিবহন ঢাকা কলিকাতার মধ্যে চলাচল করবে। ঢাকা থেকে যাত্রী নিয়ে বেনাপোলে আসবে পরিবহনটি। বর্ডার ইমিগ্রেশন-কাষ্টমসের কার্যাদি শেষে ওপারের পেট্টাপোল বন্দরে অপেক্ষমান রয়েল কোচের অনুরুপ একটি বাস ন এ চড়ে যাত্রীরা পৌছাবে কলিকাতায়। নিরাপদ ভ্রমনের পরিবহনটি নতুন মাত্রা যোগ হলো।

বুধবার দুপুরে বেনাপোল চেকপোষ্টে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুলর ইসলাম রিয়াদ,শ্রমিক নেতা ও সেলিম রেজা মিঠু,প্রমুখ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,সাংবাদিক আশরাফুল আজাদ.এম এ রহিম,সাজেদুর রহমান,মশিয়ার রহমান কাজল,মিলন হোসেন খান,সেলিম রেজা প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *