Connect with us

আন্তর্জাতিক

জঙ্গি সন্দেহে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর

Published

on

Bangladeshi11453287839আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশি নাগরিককে আটকের পর ২৬ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। ধর্মীয় পাঠচক্র গঠন করে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মৌলবাদী ধ্যান ধারণা প্রচারের অভিযোগে তাদের আটক করা হয়।

বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় এই বাংলাদেশিদের আটক করা হয় বলে বিবৃতিতে জানানো হয়।

সিঙ্গাপুরের স্টারট্রিবিউন ও স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই বাংলাদেশিদের সবাই পুরুষ। নির্মাণ শ্রমিক হিসেবে তারা কাজ করতেন।

গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে ১ ডিসেম্বরের মধ্যে ওই ২৭ জনকে আটক করা হলেও সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে বিস্তারিত জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ‘তদন্তে দেখা গেছে, আটককৃতরা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেওয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।’

তবে এদের মধ্যে কয়েকজন বাংলাদেশেও হামলার পরিকল্পনায় ছিল বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক ওই বাংলাদেশিদের মধ্যে ২৬ জনকে ফেরত পাঠিয়ে তাদের কর্মকাণ্ডের বিষয়ে সরকারকে অবহিত করেছে সিঙ্গাপুর। অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা খাটা শেষ হলে বাকি একজনকেও ফেরত পাঠানো হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *