Connect with us

দেশজুড়ে

দোয়ারাবাজারে পাঠ্যপুস্তক দিবস ২০১৬ উদযাপিত

Published

on

doyabajar

আশিস রহমান, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক দিবস ২০১৬ আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দোয়ারাবাজার ডিগ্রি কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ প্রমুখ।

এসময় টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় বছরের ১ম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেওয়া সম্ভব হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে টেংরা মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করনের দাবি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *