Connect with us

দেশজুড়ে

রংপুরে ৬ লক্ষ শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ

Published

on

রংপুর বই উৎসব

নিজস্ব প্রতিনিধি, রংপুর: বছরের প্রথম দিনে রংপুর জেলায় প্রায় ছয় লাখ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই নেয়ার জন্য নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়। সকাল ১১টায় নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিতরণ উৎসবের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার রংপুর জেলায় এক হাজার ৪৪৭টি স্কুলে পাঁচ লাখ ৯৩ হাজার ২০৬ জন ছাত্র/ছাত্রীর মাঝে ২৫ লাখ ৯১ হাজার ৪৬১টি বই বিতরণ করা হবে। এছাড়া রংপুর বিভাগের আট জেলায় ৯ হাজার ৩৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ লাখ ৪৪ হাজার ৭৮৬ জন শিক্ষার্থীদের এক কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ২৪৯টি পাঠ্য বই বিতরণ করা হবে বলে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান। এদিকে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ করেন । গতকাল শুক্রবার সকাল ১০ টায় বিনামূল্যে সরকারি বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের পরিচালক আব্দুস সোবহান মিয়া,প্রধান শিক্ষিকা মিসেস শাহিদা বেগম, শিক্ষক/শিক্ষিকা ও রংপুর সিটি করপোরেশন এর ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুশীল সমাজ। এদিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সরকারি বই বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন । উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও কুটিপাড়া ক্লাস্টার ইয়াকুবুল আজাদ। এসময় উপস্থিত ছিলেন কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ সাদেকুল ইসলাম বিপ¬ব, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আখের সরকার,প্রতিদিনের সংবাদ আব্দুর রহমান রাসেল, এলাকার অভিভাববৃন্দ। এছাড়াও কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ছাওলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেপাচর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে সরকারি বই বিতরণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *