Connecting You with the Truth

আনচেলত্তির কাছে চ্যাম্পিয়ন্স লিগই এগিয়ে থাকল

স্পোর্টস ডেস্ক:s-6
জীবনের প্রথম অর্জনটাকে কোন ভাবেই ভুলে থাকা যায় না। সবসময় মানুষ তার প্রথম সাফল্যকেই এগিয়ে রাখে। ঠিক তেমনি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির কাছে রিয়ালকে দশম চ্যাম্পিয়ন্স লিগ (লা ডেসিমা) জেতানোর চেয়ে এসি মিলানের কোচ থাকাকালীন সময়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাই এগিয়ে থাকবে বলে জানিয়েছেন এ ইতালিয়ান কোচ। আনচেলত্তি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের কোচের দায়িত্বে ছিলেন। এ সময়ের মধ্যে মিলানকে ২০০৩ ও ২০০৭ সালে দু’বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। অপরদিকে ২০১৩ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের দায়িত্ব নিয়ে পরের বছরই গ্যালাকটিকোদের বহুল প্রতীক্ষিত লা ডেসিমা জিতিয়েছেন ৫৫ বছর বয়সী এ কোচ। আনচেলত্তি বলেন, ‘আমি খেলোয়াড় ও কোচ হিসেবে খুবই সৌভগ্যবান একজন মানুষ। খেলোয়াড়ি জীবনে ইতালিয়ান কিংবদন্তি আরিগো সাচ্চির অধীনে এসি মিলানে খেলেছি। কোচিং ক্যারিয়ারে এসেও অভূতপূর্ব সাফল্য পেয়েছি।’ এ ইতালিয়ান কোচ আরো বলেন, ‘মিলানের কোচ থাকাকালীন সময়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছিলাম। ২০০৩ সালের সেই ফাইনালে জুভেন্টাসকে হারিয়েছিলাম। এই সাফল্য আমি কখনো ভুলব না। এখন পর্যন্ত তিনটি চ্যাম্পিয়ন্স জিতলেও প্রথমটিকেই আমি এগিয়ে রাখব।’ তিনবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ আনচেলত্তি জানান, প্রত্যেকটি দেশের ফুটবল লিগের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক গতিময় ফুটবল খেলা হয়। ইংল্যান্ডের সমর্থকরা যথেষ্ট সম্মান প্রদর্শন করে। উল্লেখ্য, স্প্যানিশ ক্লাব রিয়ালসহ চারটি ভিন্ন দেশের ফুটবল লিগে কোচিং করিয়েছেন আনচেলত্তি।

Comments
Loading...