Connect with us

খেলাধুলা

ভারত হারল ইংল্যান্ডের কাছে

Published

on

স্পোর্টস ডেস্ক:s-1
স্টিভেন ফিন আর জেমস এন্ডারসনের তোপের মুখ থেকে শেষ অবদি বেরিয়ে আসতে পারেনি ভারত। এই দু’জনের সামনে মাত্র ১৫৩ রানে অলআউট হওয়ার পর বোলিং দিয়েও ইংলিশদের বেধে রাখতে পারেনি ধোনির দল। ফলে ১৩৫ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে ব্রিসবেনে ভারতের করা ১৫৩ রানের মামুলি লক্ষ্য পাড়ি দিতে গিয়ে ২৫ রানেই অবশ্য মঈন আলির উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এরপর ইয়ান বেল আর জেমস টেলর দেখে-শুনে, ধীরে-সুস্থে ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের বন্দরে। মাত্র ২৭.৩ ওভারেই কাংখিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। ৯১ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন বেল। আর ৬৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন জেমস টেলর। ভারতের পক্ষে একমাত্র উইকেটটি নেন স্টুয়ার্ট বিনি। এই ম্যাচ দিয়েই প্রমাণ হলো অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যানরা পেসের সামনে কেমন করবে। আর বোলাররাও কেমন করবে তারও পরীক্ষা হয়ে গেলো। ব্রিসবেনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরুতে পড়েছিল ফিনের তোপের মুখে। টাপটপ উইকেট হারিয়ে যখন বিপর্যস্ত ভারতীয়রা, তখন মহেন্দ্র সিং ধোনি আর স্টুয়ার্ট বিনি। ৭০ রানের জুটি গড়ে এ দু’জন চেষ্টা করেছিলেন বিপর্যয় থামাতে। কিন্তু জেমন এন্ডারসন এসে সেই লড়াইও ভেঙে দিলেন। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছিল দুই দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হারের পর ব্রিসবেনে ভারত এবং ইংল্যান্ড পরস্পর মুখোমুখি হয়েছে এগিয়ে যাওয়ার লড়াইয়ে। সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরুতেই এন্ডারসন আঘাত হানেন ভারতীয় ইনিংসের ওপর, শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে। তবে রাহানে আর রাইডু মিলে ৫৬ রানের জুটি গড়ে চেষ্টা করেন শুরুর ধাক্কা সামলাতে। কিন্তু হঠাৎই স্টিভেন ফিন ঝড় তোলেন। রাহানে, রাইডু এবং কোহলির উইকেট তুলে নেন তিনি। রায়নাকে ফেরান মঈন আলি। ৬৭ রানেই নাই হয়ে যায় ৫ উইকেট। এর পর অধিনায়ক ধোনি এবং স্টুয়ার্ট বিনি জুটি গড়ে চেষ্টা করেন ভারতকে এগিয়ে নেওয়ার। কিন্তু স্টিভেন ফিন যখন আবারও এলেন বোলিংয়ে তখন ৩৪ রানে থাকা ধোনি উইকেট হারান। এরপর এন্ডারসন তুলে নেন সর্বোচ্চ ৪৪ রান করা বিনিকে। বাকি ইউকেটগুলো ভাগ করে নেন ফিন এর এন্ডারসন। ৩৯.৩ ওভারে ১৫৩ রানে ভারত যখন অলআউট হল, তখন ফিনের নামের পাশে ৩৩ রানে ৫ উইকেট এবং এন্ডারসনের নামের পাশে ১৮ রানে ৪ উইকেট শোভা পাচ্ছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *