কুড়িগ্রামে চরাঞ্চলের ছাত্র কল্যান সমিতির মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ব্রহ্মপুত্র বেষ্টিত রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের শিক্ষার্থীদের ছাত্র কল্যান সমিতির মিলন মেলা ও কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুড়িগ্রাম সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মশিউর রহমান রতন। এসময় বক্তব্য রাখেন ছাত্র কল্যান সমিতির নুরনবী খন্দকার, ইসমাইল হোসেন, খালিদ হোসেন ও আলমগীর কবীর প্রমুখ।
পরে ছাত্র কল্যান সমিতির নতুন কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।