Connecting You with the Truth

কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

OLYMPUS DIGITAL CAMERA

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন প্রমুখ।
সরকার ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নের সরকারী ও বেরকারী প্রতিষ্ঠানসমুহকে উৎসাহিতকরন এবং জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপসমুহ অবহিতকরনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। আগামীকাল সন্ধা ৭ টায় সমাপনি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে ৩ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় সরকারী, বেসরকারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪০টি স্টল অংশ নিয়েছে।

Comments
Loading...