Connecting You with the Truth

তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদো

s-2aস্পোর্টস ডেস্ক:
রোববার স্প্যানিশ লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে গোল করে যৌথভাবে রিয়াল মাদ্রিদের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব দেখালেন ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে লস ব্লাঙ্কোসদের স্প্যানিশ কিংবদন্তি কার্লোস সান্টিলানাকে ছুঁলেন পর্তুগিজ ইন্টারন্যাশনাল। দুজনের নামের পাশেই এখন ২৯০টি করে গোল। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সান্টিয়াগো বার্নাব্যুতে নাম লিখিয়ে ২৮১ ম্যাচে ২৯০ গোল করেন রোনালদো। অন্যদিকে ১৯৭১-৮৮ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে চড়িয়ে ৬৬৫ ম্যাচ খেলে ২৯০ গোল করেন স্প্যানিশ ফুটবলার। রিয়ালের হয়ে গোল করার ক্ষেত্রে সবার ওপরে আছেন রাউল গঞ্জালেস। ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করার নজির স্থাপন করেন সাবেক রিয়াল অধিনায়ক। ৩৯২ ম্যাচে ৩০৭ গোল করে তালিকার দুই নম্বরে আর্জেন্টাইন আলফ্রেড ডি স্টেফানো। এদিকে রোনালদোর নতুন কীর্তির পর উচ্ছ্বসিত রাউল বলছেন, ‘আমি নিশ্চিত সে (রোনালদো) যেভাবে চ্যাম্পিয়ন্স লিগে আমার রেকর্ড ভেঙেছে এটাও ভাঙবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। এর জন্য এক, দুই, তিন বা চার যে সময়ই লাগুক-সেই এই রেকর্ড ভাঙবে। আমরা ফুটবল ইতিহাসের সেরা একজনের কথা বলছি। রোনালদোর সাথে মেসি কিংবা পৃথিবীর অন্যান্য ফুটবলের বিশাল পার্থক্য রয়েছে।’

Comments
Loading...