Connect with us

আন্তর্জাতিক

অভিবাসীদের আশ্রয় দিতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে যুক্তরাষ্ট্রের আহ্বান

Published

on

 

A migrant distributes sweets to others after their arrival at Kuala Langsa Port in Langsa, Aceh province, Indonesia, Friday, May 15, 2015. More than 1,000 Bangladeshi and ethnic Rohingya migrants came ashore in different parts of Indonesia and Thailand on Friday, becoming the latest refugees to slip into Southeast Asian countries that have made it clear the boat people are not welcome. (AP Photo/Binsar Bakkara)

আন্তর্জাতিক ডেস্ক:

সাগরে নৌকায় ভাসমান রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীদের রক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির ওপর চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব অভিবাসীকে সাগরে ফেরত পাঠিয়ে না দিয়ে আশ্রয়ের জন্য নিজেদের সামুদ্রিক বন্দরগুলিকে উম্মুক্ত করে দিতে বলছে যুক্তরাষ্ট্র। আন্দামান সাগরে অবস্থানরত অভিবাসীদের অবস্থা ও তাদের থাইল্যান্ডে সাময়িক আশ্রয়ের অনুরোধ জানিয়ে থাই পররাষ্ট্র মন্ত্রীর কাছে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শনিবার পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র জেফ রাথেক এ তথ্য জানিয়েছেন।জেফ বলেন, ‘অভিবাসীবাহি নতুন নৌকাগুলি যাতে সাগরে ফেরত পাঠানো না হয় সেজন আমরা এই অঞ্চলের সরকারদের প্রতি অনুরোধ জানিয়েছি।’ অভিবাসীদের জীবন রক্ষায় যৌথভাবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি। গত সপ্তাহে বেশ কয়েকটি নৌকায় কয়েক হাজার অভিবাসী প্রথমে থাইল্যান্ড এবং পরে ইন্দোনেশিয়া ও মালেয়শিয়া উপকূলে পৌছায়। তবে এসব অভিবাসীকে নিজেদের মাটিতে প্রবেশ করতে দেয়নি এসব দেশের কর্তৃপক্ষ। তাদেরকে ফের সাগরে পাঠিয়ে দেয়া হয়। এদের অনেকেই বর্তমানে সাগরে ভাসমান অবস্থায় খাদ্য ও পানীয়বিহীন মুমূর্ষ জীবন যাপন করছে। এর আগে জাতিসংঘ এক বিবৃতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে অভিবাসীবাহি নৌকাগুলিকে সাগরে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *