Connect with us

ঢাকা বিভাগ

নগরকান্দায় মসজিদের মুয়াজ্জিনকে হাতুরিপেটা নিয়ে দু-দলের সংঘর্ষ

Published

on

আবু নাসের হুসাইন :
ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মুয়াজ্জিনকে হাতুরি পেটানো নিয়ে গ্রাম্য দু-দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সংঘর্ষে বাড়ি-ঘর ভাংচুর ও ১০ ব্যাক্তি আহত হয়। আজ বুধবার সকালে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, পুর্বশত্রুতার জেরধরে গত মঙ্গলবার সন্ধায় কোনাগ্রাম জামে মসজিদের মুয়াজ্জিন ও শাহাবুদ্দিন মেম্বারের সমর্থক শাহজাহান খানকে প্রতিপক্ষ মমিন মাতুব্বারের সমর্থকরা হাতুরি দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। এরই সুত্রধরে বুধবার সকালে উভয় দলের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় উভয় দলের কমপক্ষে ১০ ব্যাক্তি আহত হয়। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাছিম বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *