Connect with us

দেশজুড়ে

পাটগ্রামে ৬৮ ফিট লাল-সবুজ পতাকায় বিজয় মিছিল

Published

on

Patgram Lalmonirhat Enclave  Rally-01
রমজান আলী, পাটগ্রাম প্রতিনিধি :

আজ হতে পহেলা আগষ্ট ১১১ টি ছিটমহলবাসীর জন্য ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালিত হবে। ভোরের সূর্য উদিত হওয়ার সাথে সাথে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৫৫ টি ছিটমহলের অধিবাসীরা দলে দলে লাল সবুজের পতাকা, ব্যানার ফেস্টুন, প্লে-কার্ড হাতে নারী-পুরুষ,শিশু কিশোর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্লোগানে স্লোগানে প্রত্যন্ত ছিট মহল হতে পাটগ্রাম উপজেলা চত্বরে অভিমূখে যাত্রা শুরু করে।

শনিরবার দুপুরে আনন্দ মুখরিত নতুন নাগরিকত্ব পাওয়া এই বাংলাদেশিদের পদযাত্রা বিশাল আনন্দ মিছিলে রূপ নেয়। তাদের চোখে মুখে নতুন বাংলাদেশী নাগরিক হওয়ায় যেন গর্ভে বুক ভরে উঠছে। আর সকলের কন্ঠে মূহুমূহ প্রতিধ্বনিত হতে থাকে“ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”। বোধ করি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের এ স্বাধীনতা অর্জন।

পাটগ্রাম উপজেলার ৫৫ টি ছিটমহল হতে আসা আনন্দ মিছিল পাটগ্রাম উপজেলা চত্বরে পৌঁছলে ঐ আনন্দ মিছিলে যোগ দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম , উপজেলা পৌর মেয়র সমশের আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফি কামাল টারজান, পৌর আওয়ামীলীগের সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ নূরন্নবী আল কামাল আজাদ, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *