Connect with us

দেশজুড়ে

বিজয়ের উল্লাসে ছিটমহলবাসী

Published

on

Hatibandha Lalmonirhat News 01 08 2015  (2)হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতাঃ

বিজয়ের উল্লাসে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত গোতামারী ছিটমহলবাসী । দু’দেশের জনগণের মধ্য থেকে ৬৮ বছর পর মুছে গেলে ছিটমহল নামক শব্দটি । বাধ ভাঙ্গা উচ্ছাসে ফেটে পড়ল প্রথম স্বাধীনতার স্বাদ পাওয়া ১৬২টি ছিটমহল বাসী । এর আগে সমীকরণটা ছিল বাংলাদেশের ভেতরে ভারত, ভারতের ভেতরে বাংলাদেশ । গত ৬৮ বছর ধরে চিত্রটা এমনই ছিল । কিন্তু সীমান্ত চুক্তি কার্যকরের মধ্য দিয়ে বদলে গেল সেই হিসেব ।  শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিটে ১১১টি ছিটমহল বাসী হলেন বাংলাদেশী । আর ৫১টি ছিটমহল বাসী হলেন ভারতীয় । দু’দেশের অন্যান্য ছিটমহলের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর গোতামারী ছিটমহল বাসী দিনটিকে স্বরণীয় করে রাখার জন্য নানা ধরনের কর্মসূচী পালন করেন । কর্মসূচীর মধ্যে ছিল শনিবার মধ্যরাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন । এরপর হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ছিটমহলের বয়োবৃদ্ধ ছকবার হোসেনের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে বরণ করে নেন, সংবাদকর্মী ও অন্বেষা শিল্পী গোষ্ঠির সদস্যদের রাত্রি যাপন, সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন ও মিষ্টান্ন বিতরন । জাতীয় পতাকা উত্তোলন করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান । এভাবেই এসব বঞ্চিত,উপেক্ষিত ছিটমহল বাসীর কাছ থেকে মুছে গেল ছিটমহল নামক শব্দটি ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *