দেশজুড়ে

দাকোপের বটবুনিয়ায় ভয়াবহ নদীভাঙ্গনে দু’শতাধিক পরিবার হুমকিরমুখে

Published

on

 দাকোপ প্রতিনিধি, খুলনা:

দাকোপের তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজার এলাকায় তৃতীয় বারের মত ঢাকী নদীর ভাঙ্গনে মূল সড়কসহ বটবুনিয়া বাজার মারাত্মক হুমকির মুখে পড়েছে। ফলে ভাঙ্গন কবলিত তৎসংলগ্ন এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকসহ বসবাসরত প্রায় দুই শতাধিক পরিবারের লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়েছে। এ ভয়াবহ ভাঙ্গনের কারণে অনেক পরিবার ভাঙ্গন কবলিত এলাকা থেকে তাদের ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। ৮০’র দশক থেকে শুরু করে তিন দফার ভাঙ্গনে বটবুনিয়া বাজার এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কৃষকের প্রায় একশত বিঘা আমন ধানের জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে সরেজমিনে পর্যবেক্ষণ ও স্থানীয়লোকজনের সাথে কথাবলে জানাযায়, বটবুনিয়া বাজারসহ তৎসংলগ্ন এলাকার এ ভয়াবহ ভাঙ্গনরোধ কল্পে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিরা বারবার সংশ্লিষ্ট পানি উন্নয়নবোর্ড কর্তৃপক্ষকে অবগতকরলেও অদ্যাবধি তারা এভাঙ্গনে কার্যত পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমানে বেড়িবাঁধটির অর্ধেক ঢাকীনদীর গর্ভে বিলীন হয়েগেছে। বাঁধটির ভেঙ্গেযাওয়া অংশের দ্রুত মেরামত না করাহলে নদীতে জোয়ারের পানি  আরো বৃদ্ধি পেলে যে কোন মুহূর্তে আকস্মিক বন্যার শিকার হতে পারে ৩১ নং পোল্ডারের তিলডাংগা, পানখালী এবং চালনাপৌরসভা।এলাকাবাসীদের অভিযোগ, বারবার আবেদন করাহলেও নদীভাঙ্গনরোধে সংশ্লিষ্ট পানিউন্নয়নবোর্ড এপর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version