দেশজুড়ে

মানচিত্র থেকে হারিয়ে যেতে চলেছে ফুলবাড়ী উপজেলা

Published

on

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তীব্র নদীভাঙ্গন দেখা দিয়েছে। গত দু’দিন ধরে পানি বৃদ্ধির সাথে সাথে ধরলা নদীর তীব্র ভাঙ্গন ও পানি বৃদ্ধি হওয়ায় তলিয়ে যাচ্ছে শত শত বিঘা আবাদী জমি। বিলীন হয়ে যাচ্ছে কয়েকটি গ্রাম। দিন দিন ছোট হচ্ছে ফুলবাড়ী উপজেলার মানচিত্র। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত খেয়া ঘাটের পশ্চিম মাথা যোতিন্দ্রনারায়ণ গ্রাম থেকে ফুলবাড়ী-লালমনিরহাট সংযোগের পাকা সড়কের প্রায় ১ কিলোমিটার পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সড়কটি ভেঙ্গে যাওয়ায় হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। চর যোতিন্দ্রনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর যোতিন্দ্রনারায়ণ আদর্শ গ্রামটি ভাঙ্গনের মুখে পড়েছে। ভাঙ্গনের কবলে উপজেলার নাওডাঙ্গা গোড়ক মণ্ডল, বড়ভিটা পূর্ব ধনিরাম, পশ্চিম ধনিরাম, ফুলবাড়ী ইউনিয়নের প্রাণকৃষ্ণ, শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী, রোশন শিমুলবাড়ী, রামপ্রসাদ, দক্ষিণ সোনাইকাজী গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন কবলিত মানুষগুলো মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য স্থান নিচ্ছে ওয়াপদা বাঁধে কিংবা অন্যের জমিতে। নদী ভাঙ্গনরোধের ব্যবস্থা না নিলে উপজেলাটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।
এ ব্যাপারে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, ভাঙ্গনে শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। হুমকিতে রয়েছে আরও দেড় হাজার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version