Connect with us

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা সিরিজ: তার আগে যা করছেন মাশরাফিরা

Published

on

স্পোর্টস ডেস্ক:
ভারত- বাংলাদেশ সিরিজের পরে এবার বাংলাদেশ- দক্ষিন আফ্রিকা পর্দা ওঠার অপেক্ষা। আগামী ৫ জুলাই থেকে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। আগামী ৩০ জুন বাংলাদেশে আসছে দক্ষিন আফ্রিকা ক্রিকেট দল। আর দুই টি-টোয়েন্টি, তিন ওয়ানডে আর দুই টেস্টের এইর সিরিজকে সামনে রেখে শনিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। তবে প্রথম দিনে যোগ দেননি বেশিরভাগ ক্রিকেটার। মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনকে নিয়ে আলাদা কাজ করবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। এছাড়া এই ক্যাম্পে রনি তালুকদার ও জুবায়ের হোসেন লিখনও থাকতে পারেন। দলীয় অনুশীলন শুরু হবে ৩০ জুন থেকে তবে সাকিব আল হাসানের ২৯ জুন থেকে যোগ দেওয়ার কথা রয়েছে। মূলত যাদের ফিটনেসের ঘাটতি রয়েছে তাদের নিয়েই আগেভাগে শুরু হচ্ছে অনুশীলন। মাশরাফি অনুশীলনের ব্যাপারে বলেন, ‘ছেলেদের একটু বিশ্রামেরও দরকার আছে। ৪ দিন ছুটি আছে, সবাই ছুটি কাটিয়ে ফিরবে। কারও কারও হয়তো আগে আসতে হবে, কেননা, তাদের ফিটনেসের ঘাটতি রয়েছে। আমরা আসলে এত পর পর ম্যাচ খেলে অভ্যস্ত নই। কোনো অজুহাত দিয়ে লাভ নেই, পুরো পৃথিবী এভাবেই খেলছে। আমাদেরও এভাবে খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে। আপনাকে পারফরম্যান্স করতেই হবে; বিশ্রাম পান আর নাই পান। খারাপ খেললে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। সুতরাং এখনই সময় মানসিকভাবে সবকিছু মানিয়ে নেওয়ার।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *