Connect with us

ঢাকা বিভাগ

ভাঙ্গায় একই গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে আহত-৩৫

Published

on

মোঃ রবিউল ইসলাম ভাংগা, ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নে পশ্চিম আলগী গ্রামে আলী মেম্মার গ্রুপও সাইফুল মাতুব্বার গ্রুপের মাঝে সংঘর্ষে নারী-পুরুষ সহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ১৫জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের ¯া’নীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।এ সময় উভয় গ্রুপের সাইফুল,মজিবর,সানু,আবুল বাশার ও চুন্নুর বাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি রবিবার সকালে দাওয়াতে তবলীগের মুসল্লিদের অপমান করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধেঁ। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।উভয় গ্রুপের মামলার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায় আলী মেম্বার গ্রুপের মসজিদে তিন দিনের তবলীগ জামায়াত অবস্থান করে। ঘটনার দিন সকালে তবলীগ জামায়াতের মুসল্লিরা গাস্তের জন্য (নামাজের দাওয়াত ) সাইফুল মাতুব্বারের বাড়ীতে যান। এ সময় সাইফুলের লোকজন বলেন,আলী মেম্বারের মত চোরের মসজিদে আমরা নামাজ পড়িনা, আপনারা (মুসল্লিরা) দাওয়াত আলীর বাড়ীতে গিয়ে দেন।একথা বলার পর দাওয়াতে তাবলীগের মুসল্লিরা চলে আসেন।
এসব কথা আলীর গ্রুপের লোকজনের নিকট পৌছালে তারা কয়েকজন শালিষ নিয়ে পার্শ্ববর্তী হরিরহাট বাজারে গিয়ে সাইফুলের নিকট ঘটনা শুনতে যায়। তখন আলী মেম্বারের লোকজন উত্তেজিত হয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয় গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে ঢাল,শড়কি,রামদা,টেটা,ইট-পাটকেল প্রভৃতি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । প্রায় দুইঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে এলাকাবাসী জানায়। এসময় এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। তখন উভয় পক্ষের নারী-পুরুষ সহ অন্তত ৩৫জন আহত হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন,বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *