Connect with us

দেশজুড়ে

রংপুর সিটির ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা

Published

on

আমিরুল ইসলাম,রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থ বছরের ১হাজার ১২ কোটি ৭৮ লক্ষ ২৯ হাজার ৪‘শ ৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১.৩০টায় সিটি কর্পোরেশনের হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়। সিটি মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরফুদ্দিন আহমেদ ঝন্টু এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব আবু ছালেহ মো.মুসা জঙ্গী, প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন আজাদ,প্যানে মেয়র মো.আবুল কাশেমসহ সিটির ওয়ার্ড সমূহের কাউন্সিলর,মহিলার কাউন্সির মহানগরীর সিটি গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেয়র তার বাজেট ঘোষণার এক পর্যায়ে এ বাজেটটি তার মেয়াদের শেষ বাজেট বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন “ রংপুর সিটি কর্পোরেশন আপনার-আমার সকলের। সিটির উন্নয়ন কল্পে ও জনগণের বৃহৎ স্বার্থে নিয়ম মেনেই অনেকের বিভিন্ন অবকাঠামো ভাংতে হয়েছে। মূলতঃ রংপুরকে মডেল সিটি কর্পোরেশনে রুপান্তরিত করতেই এ কাজ করতে হয়েছে,যার সুফল আমরাসহ আমাদের আগামী প্রজম্ম ভোগ করবে। তিনি আরও জানান.সিটির সৌন্দর্য বৃদ্ধি,যানজট নিরশন ও শ্যামসুন্দরী খাল উন্নয়নের লক্ষ্যে কুয়েত ও মধ্য প্রাচ্যের সহায়তায় সাড়ে ৬ কিলোমিটার ফ্লাই ওভার নির্মাণের জন্য ৬’শ ৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি বছর থেকেই এ কাজটি শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজেটে রাজস্ব খাত থেকে ৯০ কোটি ৮৫ লক্ষ ৫২ হাজার ৬৪ টাকা এবং উন্নয়ন খাত থেকে ৯‘শ ২১ কোটি ৯২ লক্ষ ৭৭ হাজার ৩‘শ ৪৪ টাক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *