Connect with us

ঠাকুরগাঁও

রাণীশংকৈলে শিখন স্কুলের চতুর্থ শ্রেণির সমাপনি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত

Published

on

Capture

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের তিন উপজেলায় শিখন স্কুলের চতুর্থ শ্রেণির সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত পীরগঞ্জ ফিল্ড অফিসের আওতায় রানীশংকৈল, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার ৯৫টি শিখন স্কুলের মোট ২৮২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০১৫ সালে ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল এবং কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উচ্চ বিদ্যালয়/মাদ্রাসায় ১৭ টি পরীক্ষা কেন্দ্রে গত ৩-৫ ফেব্রয়ারী ৪র্থ শ্রেণির সমাপনী অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত উচ্চ বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, শিখন স্কুলের শিক্ষক, এসএমসি কমিটির সদস্য, আরডিআরএস বাংলাদেশ শিখন প্রকল্পের প্রতিনিধি। এছাড়া সহযোগিতা করেন সাংবাদিক, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ উপজেলা প্রশাসন। পরীক্ষা নেওয়ার এই উদ্যোগকে অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীমহল ভুয়শি প্রশংসা করে বলেন, এধরনের উদ্যোগ নিলে শিশুদের লেখা পড়ার মান বৃদ্ধি পাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *