Connect with us

দেশজুড়ে

লৌহজংয়ে বঙ্গীয় গ্রন্থ জাদুঘর উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

Published

on

MUNSHIGANJ Pরোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কার্যালয়ে বঙ্গীয় গ্রন্থ জাদুঘরের উদ্ধোধন করা হয়েছে । শুক্রবার সকাল ১১টার সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এ জাদুঘর উদ্বোধন করেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটর্নি জেনারেল মাহবুবে আলম, পরে অতিথিরা জাদু ঘরের বিভিন্ন সংরক্ষীত বই পূস্তক প্রদর্শনী ঘুরে দেখেন । উক্ত জাদু ঘরে প্রধান আকর্ষন ছিল বিক্রমপুরের ইতিহাস ও মহাভারতের লিখা বই । পরে এ মনোঙ্গসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে বাংলাদেশ বেতারের বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নূহে আলম লেলিন সভাপতি অগ্রসর বিক্রমপুর ফউন্ডেশন ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: ফজলে আজীম, অতিরিক্ত পুলিশ সুপার মো:হালিম হোসেন, জেলা প্রশাক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওছমান গনি তালুকদার, প্রমুখ ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *