Connect with us

আন্তর্জাতিক

১০ মার্কিন নাবিককে আটক করেছে ইরান

Published

on

A riverine patrol boat from Costal Riverine Squadron 2 escorts the guided-missile cruiser USS Bunker Hill (CG 52) while in the Arabia Gulf in this November 15, 2014 handout photo, provided by the U.S. Navy, January 12, 2016. REUTERS/Mass Communication Specialist 1st Class LaTunya Howard/U.S. Navy/Handout via Reuters

আন্তর্জাতিক ডেস্ক: ১০ মার্কিন নাবিককে আটক করেছে ইরান। উপসাগরীয় এলাকায় ইরানের জলরাশিতে দু’টো ছোট নৌকায় করে ঢুকে পড়ায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল নৌকাগুলো এবং আটকের পর তাদেরকে ইরানের ফারসি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। শিগগির নৌকা দু’টো ও এগুলোর ক্রুদের ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে তেহরান।

এদিকে, কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নাবিকরা ইরানের জলরাশিতে নাক গলিয়েছিল। তারা কিছু একটার সন্ধানে ছিল। আটককৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদেরকে ইরানের রেভোল্যুশনারি গার্ড সদস্যরা আটক করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *