Connect with us

আন্তর্জাতিক

নেমৎসফ হত্যাকাণ্ডে দুই চেচেন অভিযুক্ত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভকে খুনের অভিযোগে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের মধ্যে একজন চেচনিয়া পুলিশের সাবেক জ্যেষ্ঠ সদস্য বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। খুনের সঙ্গে জড়িত থাকার কথা ওই সাবেক পুলিশ সদস্য স্বীকার করেছেন বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।  রোববার ওই দুজনসহ মোট পাঁচজনকে মস্কোর আদালতে হাজির করে পুলিশ। তারা সবাই জাতিগতভাবে চেচনীয়। বিচারক নাতালিয়া মুশনিকোভা পাঁচজনকেই পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ২৭ ফেব্র“য়ারি রাতে মস্কোর রেড স্কয়ারের পাশে নিজ বাড়িতে ফেরার সময় ক্রেমলিনের অদূরে একটি সেতুতে খুন হন নেমৎসোভ। খুনিরা একটি গাড়িতে করে এসে পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ১৫ বছরের শাসনকালে এটিই সবচেয়ে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ড। পুতিনের চেচনীয় মিত্র রমজান খাদিরভ জানিয়েছেন, সাবেক পুলিশ সদস্য জাউর দাদায়েভ একজন ধর্মপ্রাণ মুসলিম। ফরাসি বিদ্রুপ সাময়িকী শার্লি এবদু’তে নবী মুহম্মদের (সা.) কার্টুন প্রকাশে ক্ষুব্ধ ছিলেন তিনি। জানুয়ারিতে প্যারিসে শার্লে এবদুর কার্যালয়ে মুসলিম বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হওয়ার পর উদারপন্থি নেমৎসোভ কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। নেমৎসোভকে ইসলামি জঙ্গিরা খুন করেছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন রুশ তদন্তকারীরা। নিজ ইনস্টাগ্রাম একাউন্টে খাদিরভ লিখেছেন, “জাউর কে যারা চিনতো সবাই নিশ্চিত সে প্রবল ধর্মপ্রাণ মানুষ। সব মুসলমানের মতো সেও শার্লি’র কর্মকাণ্ড ও সেগুলোকে সমর্থন করে দেয়া মন্তব্যে আহত বোধ করেছিল।” জাউরকে “রাশিয়ার সত্যিকার দেশপ্রেমিক” বলে বর্ণনা করেছেন খাদিরভ। সাহসিকতার জন্য পুলিশ বিভাগ থেকে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন তিনি। পরে আজানা কারণে পুলিশ বিভাগের চাকরি থেকে পদত্যাগ করেন জাউর।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *